সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি পলাতক কামরুল ও তার ভাই শামীমের বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেনের নেতৃত্বে পলিশের একটি দল শহরতলির কুমারগাঁও এলাকার শেখাপাড়া গিয়ে মালামাল নিজেদের হেফাজতে নেয়।
ওসি মো. আক্তার হোসেন জানান, এ সময় আসামিদের বাড়িতে কেউ না থাকায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে পুলিশ। এরপর বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র বের করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়।
গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার আসামি কামরুল, শামীম ও পাভেলকে পলাতক দেখিয়ে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। এরপর সোমবার এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করে আসামি কামরুল, শামীম ও পাভেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেই সঙ্গে বিচারক এসব পলাতক আসামির সম্পত্তি ক্রোক করারও নির্দেশ দেন।