আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘গত ১২ মার্চ বিএনপির কবর রচনা হয়েছে।’
বুধবার বঙ্গবন্ধু স্কোয়ারে আয়োজিত ১৪ দলের গণজমায়েতে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘তারা (বিএনপি) বলেছিলো ১২ মার্চ হবে রাজনীতির টার্নিং পয়েন্ট। কিন্তু ওই দিন তাদের কবর রচনা হয়েছে। ১২ তারিখ ঘিরে তারা যে ষড়যন্ত্র করেছিলো জনগণ তা রুখে দিয়েছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া আইএসআইয়ের কাছ থেকে টাকা নিয়ে প্রমাণ করেছেন তিনি পাকিস্তানের এজেন্ট। পাকিস্তান একাত্তরে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। এ কারণেই তারা খালেদা জিয়াকে টাকা দিয়েছিলো।’