ওরিয়েন্টাল ব্যাংক বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংকের সাবেক সাত কর্মকর্তাকে দুর্নীতির মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত।
মঙ্গলবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো আখতারুজ্জামান আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে আসামিরা পলাতক।
আদালত রায়ে আসামিদের দণ্ডবিধির ৪০৯ ধারায় যাবজ্জীবন এবং এক লাখ টাকা করে জারিমানা ও ৪২০ ধারায় সাত বছর করে কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানাদণ্ড দেয়া হয়েছে।
অন্যদিকে রায়ে আসামিদের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সাত বছর করে কারাদণ্ডের পাশাপাশি এক কোটি সাত লাখ ৯৫ হাজার ৮১৮ দশমিক ৪৮ টাকা জরিমানা করেছেন।
দণ্ডিতরা হলেন-ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, সাবেব এভিপি ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, সাবেক ইও ভাইস প্রেসিডেন্ট মো. তরিকুল আলম, সাবেক এসইভিপি ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, সাবেক ইভিপি কামরুল ইসলাম ও সাবেক ডিজিএম ইমামুল হক।
মামলার অভিযোগে থেকে জানা যায়, ২০০৫ সালের ৩ আগস্ট থেকে ২০০৬ সালের ৩০ জুন পর্যন্ত আসামিরা পরস্পরযোগসাজসে বেনামী প্রতিষ্ঠান মেসার্স মর্ডান বিল্ডার্স নামক প্রতিষ্ঠানের নামে ওরিয়েন্টাল ব্যাংক প্রধান কার্যালয় থেকে এক কোটি ঋণ মঞ্জুর করে তুলে নেয়। পরবর্তীতে তদন্তের ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব না থাকায় ২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ মতিঝিল থানায় মামলাটি করেন।
২০১২ সালের ৩১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গোলাম মোস্তফা আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত মামলাটির বিচারকালে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন।
মামলাটির দুদকের স্পেশাল পিপি কবির হোসাইন জানান, ওরিয়েন্টাল ব্যাংকের একইভাবে ৬৯৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোট ২৯টি মামলা হয়। ওই মামলাগুলোর মধ্যে চারটি মামলায় রায় হলো।