বহুদিন বাদে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। পরমাণু অধ্যায় পেড়িয়ে এবার মনদিয়ে ব্যবসা করতে চায় ইরান। ভারতকে পাওনা টাকা মিটিয়ে দিতে তাগাদা দেওয়ার পরে এবার পাকিস্তানকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলল ইরান। পাকিস্তানকে গ্যাস পাইপলাইন নির্মাণের কাজ দ্রুত শেষ করার তাগাদা দিয়েছে ইরান। তেহরান বলছে, এ বিষয়ে ইসলামাবাদকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ পশ্চিম নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে ইউরোপীয় দেশগুলো ইরান থেকে গ্যাস কেনার চিন্তাভাবনা করছে। এখনই পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে পরে গ্যাস সরবরাহ করা কঠিন হবে বলেও জানিয়ে দিয়েছে ইরান।
সম্প্রতি, ইরানের বিদেশমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পাকিস্তান সফরের আগেই গ্যাস পাইপলাইন নির্মাণের কাজ শেষ করা কথা বলেছেন। জবাবে পাকিস্তানের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, ‘গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়ে আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, খুব তাড়াতাড়ি এ বিষয়ে কাজ শুরু হবে।” পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছেন।
পাকিস্তানের সরকারি হিসাবে বলা হচ্ছে, গ্যাস পাইপলাইন নির্মাণের পর ইরান থেকে গ্যাস আমদানি শুরু হলে বছরে ১০০ কোটি ডলার বাঁচাতে পারবে পাক সরকার।