কার্লোসের দিল্লিতে লিভারপুল ডিফেন্ডার রাইস

কার্লোসের দিল্লিতে লিভারপুল ডিফেন্ডার রাইস

এবার আইএসএল-এর দলগুলি শক্তি প্রদর্শনে একে অপরকে ছাপিয়ে যাচ্ছে৷ সেই দলে দিল্লি ডায়নামোজ সবার আগেই রয়েছে৷ আজ মঙ্গলবার লিভারপুলের ডিফেন্ডার জন আর্নে রাইসকে সই করিয়ে নিল তারা৷ দিন দুয়েক আগেই চেলসির প্রাক্তন ফরাসি উইঙ্গার ফ্লোরেন্ট মালৌদাকে নিয়েছে দিল্লি৷এবার লিভারপুলের রাইসও চলে এলেন সেই দলে৷adasd
এবার দল গঠনে সবচেয়ে বড় চমক দিয়েছে দিল্লি ডায়নামোজ৷ কিংবদন্তি ব্রাজিলিয়ান ডিফেন্ডার রবার্তো কার্লোসকে কোচ করেছে তারা৷ নরওয়ের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা (১১০টি) রাইস লিভারপুল ছাড়াও রোমা, ফুলহ্যাম ও অ্যাপোয়েলের জার্সিতেও খেলেছেন৷ কার্লোসরে কোচিংয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন বছর ৩৪-এর ডিফেন্ডার৷ তিনি বলছেন,‘ দেশ-বিদেশের ফুটবল সংস্কৃতি আমাকে খুব টানে৷ নতুন জায়গায় গিয়ে খেলা সবসময় চ্যালেঞ্জিং৷ ভাবতে পারছি না যে কার্লোস আমার টিমের কোচ৷ ছোটবেলায় ওই মানুষটাই আমার আইডল ছিলেন৷ ওনার জন্য আর দলের জন্য আমার সেরাটা উজার করে দেব৷’অন্যদিকে, বিশ্বকাপজয়ী দিল্লির ম্যানেজার বলছেন,‘ রাইস অসাধারণ ফুটবলার৷ অত্যন্ত অভিজ্ঞ৷ প্রকৃত নেতা বলা যেতে পারে৷ আমার বিশ্বাস দলের উন্নতিতে ওর দারুণ অবদান থাকবে৷’

Featured খেলাধূলা