উসেইন বোল্ট মাতিয়ে যাওয়ার চব্বিশ ঘণ্টা পর বিশ্ব অ্যাথলেটিক্সের আসর জমালেন ‘মেয়েদের বোল্ট’ শেলি অ্যান ফ্রেজার প্রাইস।
সোমবার জামাইকান তারকা ১০০ মিটারের ফাইনাল জিতলেন ১০.৭৬ সেকেন্ডে। সঙ্গে বোল্টের মতো বিশ্ব মিটে তিনটি ১০০ মিটার সোনা জয়ের নজিরও স্পর্শ করলেন তিনি। হলুদ ফুল দিয়ে সাজানো সবুজ চুল, বরাবরের মতো তুমুল আত্মবিশ্বাসী শরীরী ভাষায় রেস জিতলেও নিজের পারফরম্যান্সে খুশি হননি শেলি। তিনি বলেছেন, ‘‘সত্যি বলছি ১০.৭ সেকেন্ড সময়ে শেষ করার ব্যাপারটা দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছি। আশা করি পরের বার সময়টা আরও ভাল করতে পারব।’’
১০০ মিটারে দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন এদিন জেতার দৌড়ে ফেভারিট ছিলেন। সেমিফাইনালে ১০.৮২ সেকেন্ডে শেষ করে চূড়ান্ত রেসের জন্য শক্তি যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টাও সফল শেলির। তবে ফাইনালে তাকে চাপে রেখেছিলেন নেদারল্যান্ডের ডাফনে শিপার্স। ১০.৮১ সেকেন্ডে শেষ করে এদিন যিনি রুপা জেতেন। প্রাক্তন হেপ্টাথলিট শিপার্স, সেমিফাইনালে শেলির থেকে সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময়ে পিছিয়ে ছিলেন। প্রতিজ্ঞা করেছিলেন, ফাইনালে শেলিকে কড়া চ্যালেঞ্জে রাখবেন। রেখেছেনও। কিন্তু শুরুটা ভাল না হওয়ায় শেলিকে রেসের শেষ দিকে খুব বেশি চাপে ফেলতে পারেননি তিনি। তবে সোনা জিততে না পারলেও এ দিন ডাচ জাতীয় রেকর্ড গড়ে উচ্ছ্বসিত শিপার্স বলেছেন, ‘‘দারুণ খুশি। জাতীয় রেকর্ড গড়লাম। শুধু তাই নয় আমি বিশ্বের দ্বিতীয় সেরা ভাবলেই ভালো লাগছে।’’- ওয়েবসাইট।