সুইজারল্যান্ডে দুর্ঘটনায় ২২ শিশুসহ নিহত ২৮

সুইজারল্যান্ডে দুর্ঘটনায় ২২ শিশুসহ নিহত ২৮

সুইজারল্যান্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২২ শিশুসহ ২৮ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে নিহতদের বহনকারী একটি যাত্রীবাহী বাস একটি সড়ক সুরঙ্গের দেয়ালে আছড়ে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সুইস-ইতালিয়ান সীমান্তের নিকটবর্তী সুইজারল্যান্ডের ভেলেইস ক্যান্টোনে সংঘটিত এই দুর্ঘটনায় বাসটির আরোহী অপর ২৪ শিশু আহত হয়।

প্রতিবেশী বেলজিয়াম থেকে আসা শিশুরা সুইজারল্যান্ডে ছুটি কাটিয়ে এই বাসে করে দেশে ফিরে যাচ্ছিল বলে জানায় সংবাদমাধ্যম। দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন।

বাসটির আরোহী শিশুরা মূলত বেলজিয়ামের লমেল এবং হেভারলি গ্রামের বাসিন্দা বলে জানায় সংবাদমাধ্যম। দুর্ঘটনার সময় বাসটিতে ৫২ জন আরোহী ছিল।

আহত যাত্রীদের হেলিকপ্টারে করে বার্ন এবং নিকটবর্তী লওসানে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আন্তর্জাতিক