হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহা। দলীয় ব্যবস্থাপনা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন তরুণ ওপেনার করুন নায়ারকে মুরালি বিজয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে। অন্যদিকে এখনো টেস্ট ম্যাচ না খেলা নামান ওঝাকে সাহার জায়গায় দলে ডাকা হয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি আগামি ২৮ আগস্ট কলম্বোতে শুরু হচ্ছে।
হ্যামস্ট্রিং সমস্যার কারণে গলে প্রথম টেস্টে খেলতে পারেননি বিজয়। কলম্বোতে চলমান দ্বিতীয় টেস্টে ইনজুরি নিয়ে খেলতে নেমে দুই ইনিংসে করেছেন যথাক্রমে ০ ও ৮২ রান। এ সম্পর্কে দলের এক বিবৃতিতে বলা হয়েছে, বিজয় তার ডান হ্যামস্ট্রিংয়ে একেবারে প্রাথমিক পর্যায়ের ইনজুরিতে ভুগছেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার আরো সময়ের প্রয়োজন রয়েছে।
এদিকে রোববার ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় সাহা তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর লংকানদের ব্যাটিংয়ের সময় তিনি আর ফিল্ডিংয়ে নামেননি। তার স্থানে লোকেশ রাহুল উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছেন। লোয়ার অর্ডারে নিজেকে প্রমাণ করা সাহা প্রথম দুই টেস্টেই হাফ সেঞ্চুরি করেছেন।
কর্নাটকের ২৩ বছর বয়সী ব্যাটসম্যান নায়ার গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা-এ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক টেস্টে ভারতীয়-এ দলের হয়ে ম্যাচ বাঁচানো ১১৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন। আর ৩২ বছর বয়সী ওঝা গত জুলাইতে জিম্বাবুয়ে সফরে একমাত্র ওয়ানডে ও দু’টি টি২০ ম্যাচে অংশ নিয়েছেন। তবে গত বছর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে তিনি দলে ডাক পেয়েছিলেন। -সংবাদ সংস্থা