সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া তাদের সম্পত্তি বাজেয়াপ্ত ও অভিযোগপত্র থেকে অব্যহতি চাওয়া দুইজনকে অব্যহতি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার শুনানি শেষে সিলেটের মহানগর হাকিম আদালতের বিচারক সাহেদুল করিম এ আদেশ দেন।
অভিযুক্ত তিন পলাতক আসামি হলেন- কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ ও পাবেল ওরফে রাজু মিয়া।
মামলার পরবর্তী তারিখ আগামী ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
গত ৮ জুলাই চুরির অভিযোগে সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা শিশু সামিউলকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে কুমারগাঁও বাসস্ট্যান্ডের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। লাশ গুম করার চেষ্টা চালানোর সময় ধরা পড়ে একজন। পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা কারা হয়।
সামিউলকে নির্যাতন করার সময় নির্যাতনকারীরা ভিডিওচিত্র ধারণ করেন। ওই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।