রুশদি থাকবেন তাই আমন্ত্রণ ফিরিয়ে দিলেন ইমরান খান

রুশদি থাকবেন তাই আমন্ত্রণ ফিরিয়ে দিলেন ইমরান খান

একই অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদিকে আমন্ত্রণ জানানোয় ওই অনুষ্ঠানে আর যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান তুখোড় রাজনীতিক ইমরান খান।

রুশদিকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর খরব কর্তৃপক্ষ গত মঙ্গলবার জানানোর পর বুধবার আপত্তির কথা জানিয়ে দিলেন ইমরান।

জানা যায়, আগামী শুক্রবার নয়াদিল্লিতে একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ইমরান খানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ওই সম্মেলনে একই সঙ্গে সালমান রুশদি উপস্থিত থাকলে রাজনৈতিক সমস্যা সৃষ্টি হতে পারে এই আশঙ্কায় তিনি সফর বাতিল করেছেন।

ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সারা বিশ্বের মুসলামানদের আবেগে রুশদি যে আঘাত দিয়েছেন তাতে একই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন আর সেখানে ইমরান বক্তব্য রাখবেন এটা ভাবাই যায় না।

উল্লেখ্য, দু’মাস আগেও হত্যার হুমকির কারণে ভারতের একটি প্রধান সাহিত্য উৎসব থেকে নিজেকে প্রত্যাহার করে নেন রুশদি।

১৯৮৮ সালে প্রকাশিত সালমান রুশদির লেখা ‘দ্য স্যাটানিক ভারসেস’ বইতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় এখনও ভারত এবং পাকিস্তানে ওই বই বিক্রি নিষিদ্ধ রয়েছে। এছাড়া সেসময় ইরানের আয়াতুল্লাহ খোমেনি রুশদির মাথার বিনিময়ে পুরস্কার ঘোষণা করেছিলেন।

আন্তর্জাতিক