সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদ কম্পাউন্ডের ভেতর ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। কড়া নিরাপত্তায় সুরক্ষিত এই কম্পাউন্ডে সোমালিয়ার গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি কার্য্যালয় এবং সরকারি কর্মকর্তাদের বাসভবন রয়েছে।
বুধবারের বিস্ফোরণটি কম্পাউন্ডের অভ্যন্তরে সোমালিয়ার পার্লামেন্টের স্পিকারের বাসভবনের কাছেই ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে ওই সময় প্রেসিডেন্ট শরীফ শেখ আহমেদ তার প্রাসাদে ছিলেন না।
কর্মকর্তারা আরো জানিয়েছেন, হামলাটি আত্মঘাতী ছিল। বিস্ফোরণে হামলাকারীসহ ৫ জন নিহত এবং অপর ১০ জন আহত হয়েছে বলে তাদের দাবি। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এদিকে সোমালিয়ার সরকার বিরোধী ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ আল শাবাব এই হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে। তারা দাবি করছে, আত্মঘাতী হামলাকারী তাদেরই সদস্য। এরকম আরো হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তারা।
সোমালিয়ার কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা কম দেখাচ্ছে দাবি করে বুধবারের বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে দাবি করেছে আল শাবাব।