সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ergyrf

অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। খবর বাসসের।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, “মুসলিম দেশগুলোতে সন্ত্রাসীদের কতিপয় কার্যক্রমের সুযোগ নিয়ে অন্যরা এ থেকে সুবিধা নিচ্ছে।”

শেখ হাসিনা দুঃখ প্রকাশ করে বলেন, “মুসলিম দেশগুলোর একে অপরের বিরুদ্ধে লড়াই অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তিনি বলেন, “সন্ত্রাসীরা কেবলই সন্ত্রাসী। এ ক্ষেত্রে ধর্মের কোনো বিষয় নেই।”

প্রধানমন্ত্রী আলোচনার মাধ্যমে মুসলিম দেশগুলোর মধ্যে সংঘাত নিরসনের ওপর গুরুত্ব আরোপ করেন।

ওআইসি মহাসচিব বলেন, “সংস্থার মূল দর্শন হলো মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি গড়ে তোলা। বাংলাদেশ সব সময়ই ওআইসির কার্যক্রমের পুরোভাগে রয়েছে এবং যথাযথ ভূমিকা পালন করছে।”

ওআইসি মহাসচিব ২০১৬ সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

Featured বাংলাদেশ