রিও ডি জেনিরো: বিশ্ব ক্রীড়া ইভেন্টের সবচেয়ে বড় আসর আসন্ন রিও অলিম্পিক গেমসের বাজেট বাড়িয়েছে ব্রাজিল। ২০১৬ রিও অলিম্পিকের বাজেট নির্ধারণ করা হয়েছে ৩৮ দশমিক ৬৭ বিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (১১ বিলিয়ন ডলার)। ব্রাজিলের কেন্দ্রীয় সরকারের সংস্থা অলিম্পিক পাবলিক অথরিটি (এপিও) এ তথ্যটি নিশ্চিত করেছে। ২০১৬ অলিম্পিকের যাবতীয় ব্যয়ের দায়িত্বে রয়েছে এপিও।
২০১৬ সালের ৫ আগস্ট ব্রাজিলে শুরু হবে রিও অলিম্পিক। তাই গত ৫ আগস্ট শুরু হয়েছে ২০১৬ রিও অলিম্পিকের ‘কাউন্টডাউন’। আর ওই আসরকে সামনে রেখে ইতোমধ্যে জোড়ালোভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রাজিল।