শুরু হওয়ার আগেই ভেস্তে গেছে ভারত আর পাকিস্তানের শান্তি আলোচনা। ভারতের শর্তের কারণে, ওই আলোচনা কোনো ফল আনবে না জানিয়ে আলোচনাটি বাতিলের ঘোষণা দিয়েছে পাকিস্তান।
দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের ওই আলোচনাটি রবিবার নয়াদিল্লীতে হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, ভারতের শর্তের কারণে এই আলোচনা শান্তি আনতে কোনো ভূমিকা রাখতে পারবে না।
এর আগে, পাকিস্তানের প্রতিনিধি যদি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠকের জন্য গোঁ ধরেন, তাহলে প্রস্তাবিত শান্তি আলোচনা ভেঙ্গে দেবে বলে হুমকি দিয়েছে ভারত।
নিজেদের মধ্যে সমস্যা মেটাতে গতমাসে শান্তি আলোচনাটি পুনরায় শুরু করতে একমত হয়েছিলেন দুই দেশের প্রধানমন্ত্রীরা। তবে সংবাদদাতারা বলছেন, আলোচনার সূচি যতই কাছে আসছিল, উভয়পক্ষই যেন সেটি বাতিলের জন্য চেষ্টা করছিল।