ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ড. ওয়াহিদ আলম বলেছেন, “ভূমি প্রশাসনের প্রতিটি স্তরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। ভূমি সেবা গ্রহণে প্রতিটি স্তরে সেবা গ্রহীতারা হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।”
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে গবেষণার তথ্য তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ড. ওয়াহিদ আলম বলেন, “ভূমি প্রশাসনের দুর্নীতির কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। রাষ্ট্রের ভূমি বেদখল হয়ে যাচ্ছে।”
এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান চৌধুরীসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।