গুগলের সংবাদ সেবায় শিগগিরই যুক্ত হচ্ছে বাংলা ভাষা। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষকে নিজ নিজ মাতৃভাষায় সংবাদ সেবা দিতে ২০০৬ সালের জানুয়ারি মাসে চালু হয় উদ্যোগটি। এরই ধারাবাহিকতায় গুগল ৪৫টি দেশের ২৮টি ভাষায় গুগল সংবাদ চালু করেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে অ্যান্ড্রয়েড পুলিশ ডটকম।
৪৫টি দেশের ২৮টি ভাষার সঙ্গে নতুন ৬টি ভাষা যোগ হলো। গুগল সংবাদে এসব ভাষা সমর্থন করায় কম্পিউটারের পাশাপাশি যেকোনো স্মার্টযন্ত্র এবং অ্যান্ড্রযয়েড, আইওএস মোবাইল অ্যাপেও নিজের ভাষায় পড়া যাবে সংবাদ। খবর গুগল নিউজ ব্লগের।
গুগল সংবাদের শুরুটা ২০০৬ সালের জানুয়ারি মাসে। বর্তমানে সারা বিশ্বের সাড়ে চার হাজারের বেশি সংবাদ সংস্থা থেকে সংবাদ সংগ্রহ করে নিজেদের সাইটে প্রকাশ করে। ফলে এ সেবার মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন বিষয়ের সর্বশেষ খবর পাওয়া যায়। গুগল সংবাদের ভাষা তালিকায় আরও ভাষা যুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে গুগল । এসব ভাষা যুক্ত হওয়ার ফলে আরও ২৬ কোটির বেশি মানুষ গুগল সংবাদ নিজের ভাষায় পড়তে পারবেন বলে আশাবাদী গুগল কর্তৃপক্ষ।
এ বিষয়ে এক বিবৃতিতে গুগল জানিয়েছে, যেকোনো দেশ থেকে যে ভাষারই মানুষ গুগলের এ সেবাটি ব্যবহার করুক না কেন, গুগল সংবাদ সব সময় সর্বোচ্চ সেবা নিজের ভাষায় দেওয়ার চেষ্টা করবে।