আজ শনিবার সাড়ে ১০ টার দিকে কম্বোডিয়ার ঘাতক খেমাররুজ সরকারের সাবেক ‘ফার্স্ট লেডি’ ইয়েং থিরিথ মারা গেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। এর আগে অসুস্থতার কারণে ২০১২ সালে জাতিসংঘ সমর্থিত ট্রাইবুনাল তার বিচার কাজ স্থগিত করে। পরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে তার বিচার শুরু হয়। দেশটির ট্রাইবুনালের এক বিবৃতিতে একথা জানানো হয়।
ট্রাইবুনালের এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ‘ফার্স্ট লেডি’ কম্বোডিয়ার পাইলিনে ২২ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে মারা যান। আদালত তিনি স্মৃতিশক্তি হারিয়েছেন বলে ঘোষণা করে। তিনি বিচারের অযোগ্য হওয়ায় তার বিরুদ্ধে করা মামলা স্থগিত করা হয়।