কমলাপুর স্টেশন থেকে ৫ কেজি সোনা ও ইয়াবা উদ্ধার

কমলাপুর স্টেশন থেকে ৫ কেজি সোনা ও ইয়াবা উদ্ধার

রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আজ শনিবার সকাল সাড়ে আটটায় সোনা ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে পাঁচ কেজি সোনা ও দেড় হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার frt5yবারগুলোর বাজার মূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা। আটক হওয়া ব্যক্তিরা হলেন- রাহুল (২৮), লোটন (২১) ও ইউসুফ (৫০)।
ঢাকা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, চট্টগ্রামের তূর্ণা নিশীথা ট্রেনে সকাল সাড়ে আটটার দিকে ওই তিনযাত্রী ঢাকায় আসেন। সন্দেহভাজন হিসেবে তাদের শরীর তল্লাশি করা হয়। তল্লাশী করে রাহুল ও নোটনের কোমরের বেল্টের নিচ থেকে ৩২টি সোনার বার ও ইউসুফের (৫০) কাছ থেকে ১৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাহুল ও নোটন কোমরের বেল্টের নিচে বিশেষ কৌশলে এইবার গুলো লুকিয়ে রেখেছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহুল ও নোটন জানান, তাঁরা চট্টগ্রাম থেকে সোনাগুলো পাচার করে ঢাকায় নিয়ে এসেছেন। কমলাপুর স্টেশনে তাঁরা আরেকটি দলের কাছে চালান তুলে দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, এর আগেও কমলাপুর রেল স্টেশন থেকে কয়েকবার সোনা উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আটকও করা হয়।

বাংলাদেশ