অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি চাইলো ইসিবিও

অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি চাইলো ইসিবিও

বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির দাবি বেশ কিছুদিন ধরে। সেই দাবিতে এবার যোগ দিলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহি টম হ্যারিসন। তার মতে, ‘অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি ঘটলে, খেলাটির জনপ্রিয়তা আরও বাড়বে।’image_136048_0

২০১২ সালে লন্ডন অলিম্পিকে মোট ২৬টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। কিন্তু সেখানে ছিলো না ক্রিকেট। প্রতি বছরের ন্যায় আবারো ক্রিকেটকে অবজ্ঞা করা হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে জোরালো দাবি উঠেছে- অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি করার জন্য। সেই দলে আছেন অনেক নামকরা সাবেক খেলোয়াড়রা। বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির কথা জানান- দক্ষিণ আফ্রিকার শন পোলক, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ভারতের সৌরভ গাঙ্গুলী ছাড়া আরো অনেকে।

এবার তাদের দলে যোগ দিলেন ইসিবি’র প্রধান নির্বাহি টম হ্যারিসন। তিনি বলেন, ‘এটা শুধুমাত্র সাবেক বা বর্তমান খেলোয়াড়দের দাবিই না। এটা বোর্ডের কর্মকর্তাদেরও দাবি না। এটা সকলের দাবি, এটা ক্রিকেটনুরাগীদের দাবি। অলিম্পিকের বড় আসরে ক্রিকেটের অন্তর্ভুক্তিটা জরুরি। তাতে ক্রিকেটের জনপ্রিয়তা অনেকাংশে বেড়ে যাবে। এই বিষয়টি অলিম্পিক কমিটিকে ভালোভাবে ভাবতে হবে।’

১৯০০ সালে প্যারিসে গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় প্রথম ও শেষবারের মতো ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিলো। এরপর থেকে আর কোনো আসরেই ব্যাট-বলের লড়াই দেখেনি পুরো বিশ্ব। ২০১৬ সালে ব্রাজিলে রিও ডি জেনিরোতে অলিম্পিকের পরবর্তী আসরেও দেখা যাবে না ক্রিকেটকে। সূত্র: ওয়েবসাইট

Featured খেলাধূলা শীর্ষ খবর