মোদি-ওবামা হটলাইন চালু

মোদি-ওবামা হটলাইন চালু

আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সরাসরি যোগাযোগে চালু হল নিরাপদ টেলিফোন সংযোগ বা হটলাইন। এ লাইনের মাধ্যমে দুই নেতা এবং দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি কথা বলতে পারবেন।image_136004_0

রাশিয়া, বৃটেন ও চীনের পর ভারত চতুর্থ দেশ, যার সঙ্গে আমেরিকার হটলাইন চালু হলো। ভারতের জন্য এটিই প্রথম রাষ্ট্রপ্রধান পর্যায়ে হটলাইন।

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক পিটার আর ল্যাভয় বলেন, “এটি (হটলাইন) মাত্র কিছুদিন আগে স্থাপন করা হয়েছে।” দুই নেতা এই মাধ্যম ব্যবহার করেছেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি এখনো ব্যবহার করা হয়নি।”

গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ওবামা যখন ভারত সফরে আসেন, তখন এই হটলাইন চালুর সিদ্ধান্ত নেয়া হয়। ল্যাভয় ব্যাখ্যা দিয়ে বলেন, “হটলাইন হলো সংকটকালে যোগাযোগের একটি মাধ্যম বা ব্যবস্থা, এটি ঠান্ডা যুদ্ধের সময় সংকট নিরসনে ব্যবহার করা হয়েছিল। তবে এখন এ ধরনের উদ্দেশ্যে এটি চালু করা হয়নি।”

হোয়াইট হাউসের এই শীর্ষ কর্মকর্তা বলেন, “এটি অত্যন্ত ঘনিষ্ঠ দুই সহযোগীর মধ্যে একটি নিরাপদ যোগাযোগমাধ্যম। এর মাধ্যমে রাষ্ট্রপ্রধান পর্যায়ে মতবিনিময় এবং প্রকৃত সমস্যাগুলো সমাধানে দৃষ্টিভঙ্গির সমন্বয় করতে পারবেন।”

এর আগে ২০০৪ সালে ভারত ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে হটলাইন চালুর ব্যাপারে সম্মত হয়েছিল। ২০১০ সালে নয়া দিল্লি ও বেইজিং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হটলাইন চালুর ঘোষণা দেয়া হয়। তবে এখনো চালু হয়নি। -পিটিআই

Featured খেলাধূলা শীর্ষ খবর