জাতীয় ফুটবল দলের ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

জাতীয় ফুটবল দলের ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

মালয়েশিয়ার বিপক্ষে একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের জন্য ২৩ সদস্যের জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার বিকালে বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।image_136037_0

আগামি ২৯ আগস্ট মালয়েশিয়ার এবং আগামি ০৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ঘোষিত ২৩ সদস্যের দলে পেশাদার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ১২ জন ফুটবলার রয়েছেন। এছাড়া রানার্স আপ শেখ রাসেল ক্রীড়াচক্রের পাঁচজন, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুইজন, ঢাকা আবাহনী লি:-এর তিনজন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের একজন ফুটবলার রয়েছেন।

নির্বাচিত ২৩ ফুটবলারকে আগামি ২৩ আগস্ট রোববার বেলা ৩-৩০টায় মতিঝিলস্থ বাফুফে ভবনে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামাদিসহ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর নিকট রিপোর্ট করতে বলা হয়েছে।

নির্বাচিত ২৩ ফুটবলার হলেন: মো: মামুনুল ইসলাম মামুন, মো: শহিদুল আলম, মো: রায়হান হাসান, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মো: ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মো: লিংকন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভুইয়া, সোহেল রানা, মো: মোনায়েম খান রাজু, মোহাম্মদ তকলিছ আহমেদ, মো: রাসেল মাহমুদ, তপু বর্মন, মো: জাহিদ হোসেন, মো: জাহিদ হাসান এমিলি, আতিকুর রহমান মিশু, মো: জুয়েল রানা, আশরাফুল ইসলাম রানা, মো: নাসিরুল ইসলাম নাসির, মো: ইমন মাহমুদ, আব্দুল বাতেন মজুমদার কমল ও মোহাম্মদ এনামুল হক।

Featured খেলাধূলা