নাদালের বিদায়, শেষ আটে জকোভিচ, ফেদেরার ও মারে

নাদালের বিদায়, শেষ আটে জকোভিচ, ফেদেরার ও মারে

নসিনাটি মাস্টার্স টেনিসে পুরুষ বিভাগে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অষ্টম বাছাই স্পেনের রাফায়েল নাদাল। শেষ আট নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ, দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও তৃতীয় বাছাই গ্রেট ব্রিটেনের এন্ডি মারে।image_136029_0

এদিন রাফায়েল নাদাল স্বদেশী ফেলিসিয়ানো লোপেজের কাছে ৫-৭, ৬-৪ ও ৭-৬ (৭/৩) গেমে ম্যাচ হারের লজ্জা পান। ফলে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নেন নাদাল। অপরদিকে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেন লোপেজ।

নাদালের বিদায়ের দিনে শেষ আট নিশ্চিত করেছেন নোভাক জকোভিচ, রজার ফেদেরার এবং এন্ডি মারে।

তৃতীয় রাউন্ডে জকোভিচ মুখোমুখি হয়েছিলেন ত্রয়োদশ বাছাই বেলজিয়ামের ডেভিড গফিনের। প্রথম সেট ভালোভাবে শুরু করলেও, দ্বিতীয় সেটে হার মানেন জকোভিচ। ৬-৪ গেমে প্রথম সেট জয় করা জকোভিচ, দ্বিতীয় সেটে হার মানেন ৬-২ গেমে। ফলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। কিন্তু তৃতীয় সেটে সেই উত্তেজনা বাড়তে দেননি জকোভিচ। ৬-৩ গেমে তৃতীয় সেট জিতে শেষ আটে নাম লেখান জকোভিচ।

জকোভিচের মতো কোর্টে বেশি ঘাম ঝড়াতে হয়নি ফেদেরারকে। সরাসরি সেটেই ম্যাচ জিতে নেন তিনি। পঞ্চদশ বাছাই দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনকে লড়াই করার সুযোগই দেননি ফেদেরার। প্রথম সেট ৬-১ গেমে জিতে শুরু করা ফেদেরার, দ্বিতীয় সেটও একই ব্যবধানে জিতে নেন। ফলে শেষ আটে নাম উঠে ফেদেরার।

জকোভিচ-ফেদেরার মতো শেষ আট নিশ্চিত হয়েছে মারেরও। তবে বেশ কষ্টে। কারণ ষোড়শ বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে হারাতে তিন সেট লড়াই করতে হয়েছে তাকে। এরমধ্যে একটি ছিলো টাইব্রেকারে। প্রথম সেট ৬-৪ গেমে জিতে ম্যাচে দারুণ কিছুর ইঙ্গিতই দেন দিমিত্রভ। দ্বিতীয় সেটেও দারুণ পারফরমেন্স দেখাতে থাকেন তিনি। কিন্তু টাইব্রেকারে গড়ানো সেটটি ৭-৬ (৭/৩) গেমে জিতে ম্যাচে সমতা আনেন মারে। আর শেষ সেট ৭-৫ গেমে জিতে শেষ আট নিশ্চিত করেন মারে। সূত্র: ওয়েবসাইট

Featured খেলাধূলা