মালয়েশিয়ায় আইএস সন্দেহে গ্রেফতার ১০

মালয়েশিয়ায় আইএস সন্দেহে গ্রেফতার ১০

মালয়েশিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতা ও দেশটিতে হামলার ষড়যন্ত্রের সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। মালয়েশিয়ার জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর বৃহস্পতিবার dhdfhdhরাতে বলেন, দেশে হামলা শুরুর উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহের পরিকল্পনা ও সিরিয়ায় যুদ্ধরত আইএস জঙ্গিদের সঙ্গে যোগ দিতে মালয়েশীয়দের জন্য রসদ সংগ্রহ করার অভিযোগে দুই নারীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা আইএস এর প্রতি সহানুভূতিশীল হয়ে হামলার ষড়যন্ত্র করছিল।
এ বিষয়ে সরকারি এক বিবৃতিতে বলা হয়, বুধবার মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে এই ৮ পুরুষ ও ২ নারীকে গ্রেফতার করা হয়েছে। এদের বয়স ২৪ বছর থেকে ৪২ বছরের মধ্যে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ার কিছু নাগরিক সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে অংশ নিতে সেখানে গেছে। তারা সেখান থেকে চরমপন্থী হয়ে দেশে ফিরে এসে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ার করা হয়েছে। গত বছর পুলিশ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। দেশটির পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের ১০ জনের মধ্যে একজন কিন্ডারকার্টেন স্কুলের শিক্ষক, একজন সাবেক ইনটেরিয়র ডিজাইনার ও দুজন সরকারি কর্মকর্তা রয়েছে। বাকি ছয় সন্দেহভাজন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য।

Featured আন্তর্জাতিক বাংলাদেশ