সৌর বিদ্যুতায়নের দ্রুত অগ্রগতির জন্য বাংলাদেশই প্রথম জাতিসংঘের তহবিল পেতে যাচ্ছে। বৃহস্পতিবার অল ইন্ডিয়া রেডিও একথা জানিয়েছে। ইউএনএফসিসি (ইউএন ফ্রেম ওয়ার্ক কনভেশন ফর ক্লাইমেট চেঞ্চ) কঠিন নিঃসরণ রোধে বাংলাদেশী সংস্থাকে ৩.৫৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে। পরিবেশ মন্ত্রণালয় সূত্র জানায়, নোবেল বিজয়ী ড.মোহাম্মদ ইউনুসের তৈরি গ্রামীণ শক্তি এই তহবিল গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম।
বিশ্বব্যাংক, গ্লোবাল এনভায়নমেন্ট ফেসিলিটির (জিইএফ) মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় বাংলাদেশে ৬ মিলিয়ন ছোট আকারের সোলার প্যানেল বসিয়েছে। এতে দেশের ১৬০ মিলিয়ন লোকের ১০ শতাংশ এ সুবিধাপ্রাপ্ত হয়েছে। যদিও বাংলাদেশ নি¤œমাত্রায় কার্বন নিঃসরণকারী দেশ তবে এটি জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম।
বাংলাদেশ সৌর জ্বালানি ব্যবহারে দ্রুত অগ্রসর দেশ। গ্রামীণ বাসা-বাড়িতে আলো জ্বালাতে ফ্যান ও টিভি চালাতে এবং মোবাইল ফোনে চার্জ দিতে সৌর জ্বালানি শক্তি ব্যবহার করা হয়।