রাজধানীতে জলাবদ্ধতার দুর্ভোগ

রাজধানীতে জলাবদ্ধতার দুর্ভোগ

দুদিন ধরে ঝরঝর বৃষ্টি ঝরেই চলেছে। তাতে রাজধানী ঢাকার বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু পানি জমেছে। কোথাওবা কোমর পানি। নিচু এলাকার কিছু ঘরবাড়িতেও পানি ঢুকে গেছে। প্রয়োজনের তাগিদে নোংরা পানি পেরিয়ে সাধারণ মানুষকে যেতে হচ্ছে। রাজপথে যানবাহনের চলাচলও তুলনামূলকভাবে কম। ফলে মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।adgadgsd
এদিকে গতকাল বৃহস্পতিবার থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কখনো থেমে থেমে, কখনোবা টানা বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে ঢাকায় প্রায় একটানা বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকালেও ঝিরিঝিরি বৃষ্টি চলছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে মানুষ। শান্তিনগর, আরামবাগ, মতিঝিল, মিরপুর, বাড্ডা, তেস্তুরী বাজার, নাখালপাড়াসহ বিভিন্ন জায়গায় হাঁটু থেকে কোমর পানি জমেছে। এতে পথচারী ও যানবাহনের আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার ধারের অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে গেছে।
অন্যদিকে, আবহাওয়া সহকারী মো. আব্দুল আলিমের মতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর কারণে টানা বৃষ্টি চলছে।
রাজধানীতে জলাবদ্ধতার দুর্ভোগ
দুদিন ধরে ঝরঝর বৃষ্টি ঝরেই চলেছে। তাতে রাজধানী ঢাকার বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু পানি জমেছে। কোথাওবা কোমর পানি। নিচু এলাকার কিছু ঘরবাড়িতেও পানি ঢুকে গেছে। প্রয়োজনের তাগিদে নোংরা পানি পেরিয়ে সাধারণ মানুষকে যেতে হচ্ছে। রাজপথে যানবাহনের চলাচলও তুলনামূলকভাবে কম। ফলে মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
এদিকে গতকাল বৃহস্পতিবার থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কখনো থেমে থেমে, কখনোবা টানা বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে ঢাকায় প্রায় একটানা বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকালেও ঝিরিঝিরি বৃষ্টি চলছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে মানুষ। শান্তিনগর, আরামবাগ, মতিঝিল, মিরপুর, বাড্ডা, তেস্তুরী বাজার, নাখালপাড়াসহ বিভিন্ন জায়গায় হাঁটু থেকে কোমর পানি জমেছে। এতে পথচারী ও যানবাহনের আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার ধারের অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে গেছে।
অন্যদিকে, আবহাওয়া সহকারী মো. আব্দুল আলিমের মতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর কারণে টানা বৃষ্টি চলছে।

বাংলাদেশ