অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের নাম ঘোষণা করেছে গুগল। নতুন সংস্করণটির নাম ‘মার্শমেলো-৬.০’। চলতি বছরের মে মাসে টেক জায়ান্ট গুগল এক ঘোষণায় এটি আনার কথা জানিয়েছিল। এতদিন এ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে শিগগিরই নতুন সংস্করণটি বাজারে আসতে পারে বলে জানা গেছে।
খুব শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে এন্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেম ‘মার্শমেলো।’ এর আগের এন্ড্রয়েড ভার্সনগুলি ছিল যথাক্রমে আইসক্রিম স্যান্ডউইচ, জেলিবিন, কিটক্যাট এবং সর্বশেষ ললিপপ। সম্ভবত সেই সূত্র ধরেই অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেমের নাম রাখা হলো মার্শমেলো।
গুগল জানিয়েছে খুব শিগগিরই আপডেটের মাধ্যমে এই অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। আগ্রহী ডেভেলপার এবং ব্যবহারকারী যাঁরা এই সংস্করণটি ডাউনলোড করতে উৎসুক হয়ে আছেন তাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। অবশ্য এই আপগ্রেডের জন্য অবশ্যই আপনার ব্যাবহৃত এন্ড্রয়েড ফোনটিতে মার্শমেলো সাপোর্ট করতে হবে। গুগলের প্রোডাক্ট ম্যানেডার জামাল ইয়েসন তার নিজের ব্লগসাইটে লিখেছেন, ‘মার্শমেলো’ যেমন সকলেই খেতে পছন্দ করেন, নতুন এই ভার্সনকেও সকলেই এক নজরে ভালোবেসে ফেলবেন!’
নতুন সংস্করণটিতে বেশকিছু ফিচার উন্নয়ন করা হয়েছে। ফিঙ্গার প্রিন্ট সেন্সর সুবিধা ও উন্নত পাওয়ার সেভিং মুডও যুক্ত করা হয়েছে। এছাড়া অ্যাপ ইন্সটল বা হালনাগাদের জন্য নতুন একটি ব্যবস্থাও চালু করা হয়েছে।
অ্যান্ড্রয়েড ললিপপ ভার্সনে অনেক গ্রাহকই ব্যাটারি লাইফ নিয়ে অভিযোগ করেছেন। এবার সে সব বিষয় মাথায় রেখে মার্শমেলো আপডেটে ললিপপের তুলনায় দ্বিগুণ ব্যাটারি সেভিংসের ব্যবস্থা রাখা হয়েছে।