‘ব্যাংককে হামলা আন্তর্জাতিক সন্ত্রাসীদের দ্বারা অসম্ভব’

‘ব্যাংককে হামলা আন্তর্জাতিক সন্ত্রাসীদের দ্বারা অসম্ভব’

থাইল্যান্ডের ব্যাংককে গত সোমবারের বোমা হামলা আন্তর্জাতিক কোনও সন্ত্রাসী গ্রুপের দ্বারা ঘটানো ‘অসম্ভব’ বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ।srgvg
ক্ষমতাসীন সামরিক সরকারের একজন মুখপাত্র কর্নেল উইন থাই সুভারি বলেছেন, প্রাথমিকভাবে তদন্তকারীরা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন।
গতকাল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল এই হামলার ঘটনায় কোনো বিদেশী জড়িত থাকতে পারেন।
রাজধানী ব্যাংককের ধর্মীয় স্থাপনা এরওয়ান শ্রাইনে সোমবার সন্ধ্যের দিকে চালানো ওই বোমা হামলায় ২০ জন নিহত হয়। আহত হয় শতাধিক।
এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে পুলিশ খুঁজছে।
সিসিটিভি ফুটেজে দেখা চিত্র দেখে সন্দেহভাজন একজনকে শনাক্ত করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ভিডিও চিত্রে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে বিস্ফোরণের ঘটনার ঠিক আগ দিয়ে কাঁধের একটি ব্যাগ ফেলে রেখে যেতে দেখা যায়।
ইরাওয়ান শ্রাইন থাইল্যান্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যটন আকর্ষণ। বৌদ্ধ ধর্মের বহু অনুসারী এবং চীনা পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় এটি।
তবে এই হামলার ঘটনায় সরাসরি চীনা নাগরিকরাই লক্ষ্য ছিল বলে মানতে রাজি নয় থাইল্যান্ডের কর্তৃপক্ষ।
পর্যটন স্থাপনায় বোমা হামলার ঘটনাকে ব্যাংককের পর্যটন শিল্পের জন্য মারাত্মক বলে মনে করা হচ্ছে। প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসেন ব্যাংককে।
সূত্র: বিবিসি বাংলা।

Featured আন্তর্জাতিক