পিকের শাস্তির বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা

পিকের শাস্তির বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা

বার্সেলোনার এক বিবৃবিতে বলা হয়েছে, জেরার্ড পিকের চার ম্যাচের বহিষ্কারাদেশের বিপক্ষে ক্লাবের পক্ষ থেকে আপিল কমিটির কাছে আপিল করা হবে। আপিল করার জন্য ক্লাবের হাতে দশদিন সময় রয়েছে। এথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ sdrgdeসুপার কাপের দ্বিতীয় লেগের ম্যাচে লাল কার্ড পাবার শাস্তি স্বরূপ বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকেকে চার ম্যাচ বহিষ্কার করা হয়েছে। তবে এই শাস্তির বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আপিলের সিদ্ধান্ত নিয়েছে কাতালান জায়ান্টরা।
ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হবার দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা ঘরে তুলে বিলবাও। ম্যাচ শেষে রেফারী ভেলাসকো কারবালো তার রিপোর্টে লিখেছেন সহকারী রেফারীর প্রতি অশোভন ভাষায় কথা বলেছেন পিকে। এই ঘটনার পরে পিকে অবশ্য টুইটারের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন।

Featured খেলাধূলা