একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের পর শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এবার বিদায় জানাচ্ছেন টেস্ট ক্রিকেটকেও। আজ বৃহস্পতিবার কলোম্বোতে সফরকারী ভারতের বিপক্ষে শুরু হওয়া ২য় টেস্ট ম্যাচ খেলার মধ্য দিয়ে ইতি টানছেন ১৫ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের। ৩৭ বছর বয়সী লংকান এই ক্রিকেট তারকা ক্যারিয়ারের ইতি টানার জন্য ওভালের পি সারা স্টেডিয়ামকেই বেছে নিয়েছেন।
২০০০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সাঙ্গাকারার। টেস্টে সংগ্রহ করেন ১২ হাজার ৩৫০ রান। ৩৮টি সেঞ্চুরি করে টেস্ট শতকের দিক থেকে ৪র্থ অবস্থানে রয়েছেন এই কিংবদন্তী ক্রিকেটার। আর এগারো বার করেছেন ডাবল সেঞ্চুরি।
কুমার সাঙ্গাকারা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম টানা চার ম্যাচে শতরান করার গৌরব অর্জন করেনে।
গলে প্রথম টেস্টে নাটকীয় জয় পাওয়ার পর শ্রীলঙ্কা দলের অধিনায়ক এঞ্জেলো ম্যাথুজ বলেন, সাঙ্গাকারার এই আবেগ ঘন বিদায় মুহূর্তকে রাঙ্গিয়ে তুলতে এই ম্যাচটি জয়ের জন্য মুখিয়ে রয়েছে দল। স্বাগতিকরা চাইছে ২য় ম্যাচে জয় নিয়ে সাঙ্গাকারার বিদায় স্মরণীয় করে রাখতে।