মাইম আর্ট সম্মাননা চালু করল মাইম আর্ট। সম্মাননার সূচনা হিসেবে মাইম আর্ট এর প্রতিষ্ঠাতা নিথর মাহবুব এর জন্মদিনকে বেছে নেয় মাইম আর্ট। গতকাল ১৮ আগস্ট ছিল মূকাভিনয় শিল্পী ও সাংবাদিক নিথর মাহবুবের জন্মদিন। ওইদিন সন্ধ্যায় বাংলাদেশে মূকাভিনয় শিল্পের প্রচার-প্রসারে অবদানের জন্যে ‘মাইম আর্ট সম্মাননা-২০১৫’ প্রদান করা হয় ৩জন বিনোদন সাংবাদিককে। মাইম আর্টের প্রথম সম্মাননা পেলেন মোশাররফ রুমী, এমএস রানা ও অভি মঈনুদ্দীন। ১৮ আগস্ট সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এবং আবৃত্তি ব্যক্তিত্ব মীর বরকত’র কাছ থেকে তারা এই সম্মাননা গ্রহণ করেন। মোশাররফ রুমীর পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন সাংবাদিক মারুফ কিবরিয়া। সম্মাননা অনুষ্ঠান শেষে নিথর মাহবুবের একক মূকাভিনয় ‘লাইফ ইজ বিউটিফুল’ মঞ্চায়িত হয়। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সাত তলায় স্টুডিও থিয়েটার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিথর মাহবুব বলেন, এখন থেকে এই সম্মাননা ধারাবাহিকভাবে বজায় থাকবে। আমার সহকর্মী সাংবাদিক ভাই ও বোনেরা মুকাভিনয় প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা রাখছেন। তাই প্রথমবার তাদের সম্মাননার মাধ্যমে শুরু করলাম। এই তিন জনকে সম্মানিত করতে পেরে মাইম আর্ট পরিবার আনন্দিত। তবে ভবিস্যতে এই সম্মাননা শুধু সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না শিল্প সংস্কৃতির নানা শাখার লোকদের মধ্যেও এই সম্মাননা প্রদান করা হবে। আমরা সম্মাননা প্রাপ্তদের নিজেদের সমর্থ অনুসারে সম্মানীও প্রদান করেছি। সম্পুর্ণ নিজেদের টাকায় আমরা এই আয়োজন করেছি। ইচ্ছে করেই আমরা কারো স্পন্সারের নেইনি। উল্লেখ্য ‘লাইফ ইজ বিউটিফুল’ রচনা ও নির্দেশনা নিথর মাহবুবের।