ভারতে নগদ টাকার ঘর: উদ্ধার ৩১ মিলিয়ন ডলার!

ভারতে নগদ টাকার ঘর: উদ্ধার ৩১ মিলিয়ন ডলার!

বাসাবাড়িতে অনেকেই নগদ টাকা রেখে থাকেন। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় টাকার চেয়ে কখনো কখনো বেশি টাকা রাখার ঘটনাও ঘটে নানা প্রয়োজনে।
বিভিন্ন দেশে দুর্নীতির টাকা ঘর থেকে উদ্ধারের ঘটনাও ঘটেছে বিভিন্ন সময়। কিন্তু তাই বলে কেউ ঘরে রাখবেন ৩১ মিলিয়ন zdfsaevdডলার !
কয়েকদিন আগে এমন ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায়। কর্মকর্তারা গুণে দেখছেন এবং পরীক্ষা করছেন ভূয়া নোট কি-না
স্থানীয় একটি পুরসভার একজন প্রকৌশলী প্রণব অধিকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ৩১ মিলিয়ন ডলার।
হাওড়ার একটি এলাকায় ১৫ বছরের পুরনো দোতলা একটি বাড়ির ছয়টি কক্ষ থেকে এই বিপুল পরিমাণ ডলার উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে মিস্টার অধিকারীর মাসিক বেতন ৬৯০ ডলারের সমপরিমাণ।
বাড়ির খাটের নীচে, অব্যবহৃত বাথরুম, ফ্লোরে মার্বেলের নীচে, বেসিনের নীচে ড্রয়ার সহ নানা জায়গায় রাখা হয়েছিলো এসব ডলার।
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের পনের জন কর্মকর্তা ২০ ঘণ্টা ধরে চারটি মেশিন দিয়ে ডলারগুলা গণনা ও পরীক্ষা করে দেখেছেন এগুলো ভুয়া কি-না।
পরে ট্রাংকে করে তা পুলিশ সদর দপ্তরে নেয়া হয়। যদিও প্রতিবেশীরা বলছেন মি. অধিকারীকে তারা সাধারণ জীবনযাপন করতেই দেখেছেন।
একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের কাছে মি. অধিকারীর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ পাওয়ার পর তার বাড়িতে অভিযান চালিয়েছিলো পুলিশ।
যদিও মি. অধিকারীর স্ত্রী অভিযোগ প্রত্যাখ্যান করে ঘটনাটিকে সাজানো বলে আখ্যায়িত করেছেন।
সূত্র: বিবিসি বাংলা।

Featured আন্তর্জাতিক