২২ মার্চ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শুরু হচ্ছে সপ্তম মোটর শো। সেমস্ গ্লোবাল- কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লি. ইউএসএ এবং সেমস্ বাংলাদেশ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক এ প্রদর্শনীর।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
বুধবার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সেমস্ গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর মেহেরুন এস ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রহিম আফরোজ ডিস্ট্রিবিউশনের জিএম কাজী জাবেদ ইসলাম, সেমস বাংলাদেশের জিএম আহবাব আহমেদ সোবহান।
সেমস্ গ্লোবাল-১৯৯২ সালে তার প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ২০ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ ও দক্ষিণ -পূর্ব এশিয়ার একটি বহুজাতিক প্রদর্শনী আয়োজক প্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সেমস্ বিশ্বের ৮টি দেশে তার কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাংলাদেশসহ ৫টি দেশে বছরে প্রায় ৩০টি আন্তর্জাতিক মানের প্রদর্শনীর আয়োজন করছে, যা বাণিজ্যিক ও অর্থনৈতিক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত হয়।
৭ম মোটর শোতে ৩৫০টিরও বেশি স্টলে বাংলাদেশ ও বহির্বিশ্ব থেকে আগত বিশ্বনন্দিত ও প্রথম সারির গাড়ি, মোটরসাইকেল, ডিস্ট্রিবিউটর ও ডিলার, সেই সাথে ব্যাংক, লুব্রিকেন্ট প্রতিষ্ঠান, সিএনজি কনভারশন প্রতিষ্ঠান, অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুতকারক ও আমদানিকারক প্রতিষ্ঠান অংশগ্রহণের মাধ্যমে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।