এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে ২৬ হাজার ১৭৪টি আবেদন জমা পড়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীন ৯৯ হাজার ৯৬৬ পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ৪০ হাজারের অধিক অকৃতকার্য হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদনের শেষ তারিখ ছিল ১৬ আগস্ট। শেষ দিন পর্যন্ত সর্বমোট ২৬ হাজার ১৭৪টি আবেদন জমা পড়েছে। ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ সেপ্টেম্বর। ফলাফল শিক্ষার্থীদের মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়া শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও জানা যাবে।