২৯ বছর পর ম্যারাডোনার সান্নিধ্যে আপ্লুত আলি বেনাসিওর

২৯ বছর পর ম্যারাডোনার সান্নিধ্যে আপ্লুত আলি বেনাসিওর

‘১৯৮৬-র বিশ্বকাপ৷ আর্জেন্টিনা-ইংল্যান্ড বারুদে ঠাসা কোয়ার্টার ফাইনাল৷ আর? ম্যারাডোনার হ্যান্ড অফ গড৷ বিতর্কের image_135814_0ঝড়৷ তবু, সবুজ গালিচায় দিয়েগোর তৈরি ইন্দ্রজালেই ২-১-এ জিতেছিল আর্জেন্তিনা৷ তারপর? কেটে গিয়েছে ২৯ টা বছর৷ হ্যান্ড অফ গড-এর কিস্সা প্রায় মিথে পরিণত হয়েছে৷ আর, ম্যারাডোনার নামের আড়ালে হারিয়েই গিয়েছেন আর একজন৷ ওই ম্যাচের রেফারি আলি বেনাসিওর৷ মঙ্গলবার টিউনিশিয়ার ওই রেফারির সঙ্গে গিয়েই দেখা করলেন আর্জেন্তাইন মসিহা৷

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দিয়েগো জানিয়েছেন,‘গত সপ্তাহের শেষেই তিউনিশিয়ায় গিয়েছিলাম৷ সেখানেই দেখা করেছিলাম আলি বেনাসিওরের সঙ্গে৷ ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ড ম্যাচে রেফারি ছিলেন বেনাসিওরই৷ আমি ওনাকে আর্জেন্টিনার জার্সি উপহার দিয়েছি৷ শুধু তাই নয়, ওই স্মরণীয় ম্যাচের বেশ কিছু ছবিও উপহার দিই তাকে৷’

ম্যারাডোনা-সান্নিধ্যে আপ্লুত আলিও৷ ২৯ বছর পরের সাক্ষাতে উঠে এলো ২৯ বছর আগের টুকরো স্মৃতি৷

Featured খেলাধূলা