গ্যাস শনাক্ত করবে স্মার্টফোন!

গ্যাস শনাক্ত করবে স্মার্টফোন!

সম্প্রতি ফিনল্যান্ডের গবেষকেরা স্মার্টফোনে ব্যবহার উপযোগী একটি ক্ষুদ্রাকৃতির সেন্সর তৈরি করেছেন। সেন্সরটি স্মার্টফোনে ব্যবহার করা হলে তা বাতাসের নমুনা অনুযায়ী গ্যাসের ধরন ও পরিমাণ শনাক্ত করতে পারবে। গতকাল সোমবার পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।acsaqwea
গবেষকেদের দাবি, স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে ঘরের ভেতর বায়ু-সমস্যা নির্ণয় করা যাবে। এ ছাড়াও স্মার্টফোনের স্বাস্থ্যসংক্রান্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করে ঘরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা নির্ণয় করা যাবে। এতে ঘুমের পরিবেশ ঠিক আছে কি না, তা দেখা যাবে।
গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য স্মার্টফোন ব্যবহারে অনেকে সেন্সর নির্মাতাদের আগ্রহ রয়েছে।
ফিনল্যান্ডের ভিটিটি টেকনিক্যাল রিসার্চ সেন্টারের গবেষক আনা রিসানেন বলেন, ইন্টারনেট অব থিংস (আইওটি) বা সব যন্ত্রে ইন্টারনেট ধারণার বিস্তৃতির কারণে স্মার্টফোন থেকে তথ্য সংগ্রহের আগ্রহ বাড়ছে।

Featured বিজ্ঞান প্রযুক্তি