ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন কেউ ছাত্রলীগের মূলমন্ত্র বা ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলে না।
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সুলতানা কামাল মিলনায়তনে মঙ্গলবার দুপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “ছাত্রলীগের মূলমন্ত্র কারো কণ্ঠে উচ্চারিত হয় না। ছাত্ররা বক্তব্য শুরু করে আন্তর্জাতিক রাজনীতি দিয়ে, তারপর তারা জাতীয় রাজনীতির কথা বলে। কিন্তু ছাত্ররাজনীতি ও ছাত্রদের সমস্যা নিয়ে কিছু বলে না।”
“আমি বারবার ছাত্রলীগকে এই কথাগুলো বলেছি। কিন্তু ছাত্রলীগের নেতাদের কান পর্যন্ত কথাগুলো গেলেও চেতনায় যায় না।” সেতুমন্ত্রী বলেন, “ডাকসুসহ সারা দেশের ছাত্র সংসদ নির্বাচন হলে এমনটা হতো না। ছাত্ররাজনীতিতে যে অসুস্থ ধারা চলছে, তা পরিবর্তন হয়ে সুস্থতা ফিরে আসত।”
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসংবলিত দলের বিভিন্ন স্তরের নেতাদের বিলবোর্ড নিয়ে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, “বিলবোর্ড দেখলে মনে হয়, বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানা। আসলে তারা (বিলবোর্ড নেতারা)বঙ্গবন্ধুকে ভালোবাসে না। বঙ্গবন্ধুর অছিলায় আত্মপ্রচার করে।”
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাবিনা আখতার শিউলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মাহবুবা রহমান, উপাধ্যক্ষ বি এম মাকসুদা আখতার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।