কলরেট কমানোর ব্যাপারে মতামত চেয়েছে বিটিআরসি

অবশেষে ইতিবাচক ধারায় ফিরল শেয়ারবাজার। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এ ছাড়া গতকাল সোমবারের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে দুই শেয়ারবাজারেই।
গত সপ্তাহে বুধবার ছাড়া চার দিন এবং এ সপ্তাহের প্রথম দুদিনও ডিএসই ও সিএসইতে সূচক ছিল নিম্নমুখী।

ডিএসই সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে আজ ৪১ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮০৯ পয়েন্ট। অন্যদিকে ১০০ পয়েন্ট সিএসইর সার্বিক মূল্যসূচক অবস্থান করছে ১৪ হাজার ৭৩৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৫৮ টির দাম বেড়েছে, কমেছে ১১৫ টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অন্যদিকে সিএসইতে হাতবদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১০১ টির দাম বেড়েছে, কমেছে ১১৭ টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৫২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮১ কোটি টাকা কম। আজ সিএসইর লেনদেনের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ কোটি টাকা, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল ইসলামি ব্যাংক। আজ এই প্রতিষ্ঠানের ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি টেক্স, স্কয়ার ফার্মা, অ্যাপেক্স ট্যানারি, শাহজিবাজার পাওয়ার কোম্পানি ও লাফার্জ সুরমা লিমিটেড প্রভৃতি।

Featured অর্থ বাণিজ্য