ব্যাংককে বোমায় মৃতের সংখ্যা বেড়ে ২২

ব্যাংককে বোমায় মৃতের সংখ্যা বেড়ে ২২

থাইল্যান্ডে রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে হিন্দুদের একটি মন্দিরের কাছে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার ওই হামলায় নিহতদের rtgergregমধ্যে ৮ বিদেশি পর্যটকও রয়েছেন।
বিবিসি বলছে, চীনা ও তাইওয়ানের নাগরিকসহ ১২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাভনসিরি।
পর্যটন ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতেই মন্দিরে আসা বিদেশিদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী প্রাওয়িত ওংসুওয়ান। রাজধানীতে চালানো এই প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
পর্যটকদের অন্যতম আকর্ষণ এরাওয়ান মন্দিরে চালানো এই হামলার দায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। থাই কর্মকর্তারাও কোনো গোষ্ঠীকে দায়ী করেননি।
দেশটির সেনাবাহিনীর প্রধান ও উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উদোমদেজ সিতাবুতর বলেছেন, দক্ষিণ থাইল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের কৌশলের সঙ্গে ব্যাংককের বোমা হামলার ধরন ঠিক মেলে না।
একটি পাইপ বোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলে জানিযেছেন দেশটির পুলিশ প্রধান সমিয়ত পমপানমুয়াং। থাইল্যান্ডে এ ধরনের হামলা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন তিনি।

Featured আন্তর্জাতিক