আরব আমিরশাহিতে মোদীর ‘মিশন দাউদ’

আরব আমিরশাহিতে মোদীর ‘মিশন দাউদ’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরব আমিরশাহি সফর চলাকালীন তিনি প্রশাসনকে অনুরোধ করবেন, দাউদের সমস্ত বেনামী সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। চাঞ্চল্যকর এই তথ্য fascacedফাঁস করে দিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। দাউদ ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল চক্রী। গতকাল রবিবার দু’দিনের আরব আমিরশাহি সফরে মোদী আবু ধাবিতে নেমেছেন। গত ৩৪ বছরের এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আরব আমিরশাহি সফরে গিয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ এই সফরে মোদী আজ সোমবার উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক করেছেন। দেশে বিনিয়োগ করতে আরবের শিল্পপতিদের আহ্বান জানিয়েছে তিনি।
আর এই সফরকালেই মোদীর অন্যতম লক্ষ্য সন্ত্রাসবাদে মোকাবিলা করা। আরব আমিরশাহি প্রশাসনের সঙ্গে মোদী দাউদ ইব্রাহিমের বেনামী সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানাবেন। ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, দাউদ ইব্রাহিম তার শ্যালকের সাহায্যে ‘গোল্ডেন বক্স’ নামে একটি সংস্থা চালায় দুবাইতে। শুধু দাউদ নয়, মোদী এই সফরে আইএস জঙ্গি প্রতিরোধ নিয়েও আমিরশাহি প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন।
সূত্র: কলকাতা২৪।

Featured আন্তর্জাতিক