জুলাই মাসের রফতানি আয় ২৬২ কোটি ৫৯ লাখ ডলার

জুলাই মাসের রফতানি আয় ২৬২ কোটি ৫৯ লাখ ডলার

চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৬২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। যা রফতানি আয়ের লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা কম। এ সময়ে দেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের রফতানি আয় কম থাকায় লক্ষ্যমাত্রা অর্জন করতে adscasপারিনি। রফতানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ সব তথ্য পাওয়া গেছে। তবে এ সময় রফতানি আয়ের কৌশলগত লক্ষ্যমাত্রা ছিলো ৩১১ কোটি ৩০ লাখ ডলার। আর চলতি অর্থবছরের মোট রফতানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৩ হাজার ৩৫০ ডলার।
ইপিবির তথ্যানুসারে, তৈরি পোশাক খাতের ওভেনে জুলাই মাসে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিলো ১৩১ কোটি ডলারের। এর বিপরীতে আয় হয়েছে ১০৮ কোটি ৭৭ ডলারের। নিটওয়্যারের ক্ষেত্রে ১২৩ কোটি ২৭ লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ১১২ কোটি ৭৩ লাখ ডলারের।
এছাড়া এ সময়ে চামড়া রফতানি হয়েছে ২ কোটি ২১ লাখ ডলারের, চামড়াজাত পণ্য ২ কোটি ডলারের, পাদুকা ৫ কোটি ১৯ লাখ ডলার, হিমায়িত খাদ্য ৩ কোটি ৭৮ লাখ ডলার, চিংড়ি ৩ কোটি ৬০ লাখ ডলারের, পাট ও পাটজাত পণ্য ৫ কোটি ৫৫ লাখ ডলারের।

এবিএন/সোম-১ম/অর্থনীতি/ডেস্ক/এমআর/মুস্তাফিজ/মাম

Featured অর্থ বাণিজ্য