সিরিয়া সীমান্তে মোতায়েন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরিয়ে নেবে জার্মানি

সিরিয়া সীমান্তে মোতায়েন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরিয়ে নেবে জার্মানি

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তুরস্কে মোতায়েন দেশটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে আনা হবে। ন্যাটোর সদস্য হিসেবে তুরস্কের সিরিয়া সীমান্তে এই ক্ষেপণাস্ত্র 2e789e61377c7c020603c8054f68f135_XL-copy-205x120প্রতিরক্ষা মোতায়েন করা হয়েছিল।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হুমকির আশংকা খুবই কম থাকায় এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রাখা ব্যাপক ব্যয়বহুল হয়ে যাওয়ায় তা সরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ন্যাটো বিশেষজ্ঞরা চলতি বছরের জুনে তুরস্কের সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখেছে এবং তারই ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আগামী বছরের জানুয়ারির শেষ দিকে তুরস্কে জার্মান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ম্যান্ডেট ফুরিয়ে যাবে। তারপরই সেখানে মোতায়েন জার্মান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ চারশ’ সেনাকে সরিয়ে আনা হবে।

সহায়তা চাওয়ার পরিপ্রেক্ষিতে ২০১২ সালে তুরস্কে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল ন্যাটো। জার্মানি ছাড়াও আমেরিকা, নেদারল্যান্ড এবং চলতি বছর থেকে স্পেন ন্যাটোর তুরস্ক মিশনে অংশ নিয়েছে

আন্তর্জাতিক