পাঞ্জাবে আত্মঘাতী বোমায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ৮

পাঞ্জাবে আত্মঘাতী বোমায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ৮

পাকিস্তানের পাঞ্জাবে আত্মঘাতী বোমা হামলায় একই প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা ছাড়াও আরও ৭ জন নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে পাঞ্জাবের আটক জেলায় শাদি খান গ্রামে খানজাদার রাজনৈতিক কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা awfdqwqড. সৈয়দ এলাহি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদসংস্থা ডন জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-জাংভি হামলার দায় স্বীকার করে নিয়েছে। এ ঘটনায় খানজাদা ছাড়া আরও আটজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহতদের মধ্যে পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) হাজরো সৈয়দ শওকত শাহও রয়েছেন। এছাড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে ১০ পুলিশ সদস্যসহ অর্ধ শতাধিক লোক এখনও চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মুখ্যমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিস্ফোরণে পুরো ভবনটি ধসে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিস্ফোরণের সময় ভবনের ভেতরে ছিলেন। এছাড়া ভবন ধসে রাজনৈতিক অফিসের ভেতরে থাকা অন্তত ২০ থেকে ২৫ জন আটকা পড়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি। এখন পর্যন্ত বিস্ফোরণের ধরন সম্পর্কে জানা যায়নি। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সরকারি কর্মকর্তারা বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক