আবারও পাপুয়া অঞ্চলে ৫৪ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রবিবার বিবিসির এই তথ্য জানিয়েছে। পাপুয়ার রাজধানী জয়াপুরার বিমানবন্দর সেনটাই বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাপুয়ার পূর্ব এলাকা থেকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি পাপুয়ার দক্ষিলে ওকসিবিল শহরে যাচ্ছিল। এ বিমানটিতে মোট ৫৪ জন আরোহী ছিল। তাদের মধ্যে ৪৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, ৫ শিশু ও ৫ ক্রু ছিল।
এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়ার রাজধানী জয়াপুরার বিমানবন্দর সেনটাই বিমানবন্দর থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুর ৩টার দিকে ত্রিগানা এয়ারের এটিআর ৪২ নিখোঁজ হয়। বিমানটি পাপুয়ার দক্ষিলে ওকসিবিল শহরে যাচ্ছিল। বিমানটিতে ৪৪ জন পূর্ণবয়স্ক যাত্রী, ৫টি শিশু ও নবজাতক এবং ৫জন ক্রু ছিল।