মাননীয় রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ম সংসদের ৭ম অধিবেশনের আহ্বান করেছেন।
আজ রবিবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এস এম মঞ্জুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের সংবিধানে ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ অধিবেশনের আহ্বান করেছেন। ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই দশম সংসদের ৬ষ্ঠ অধিবেশন শেষ হয়। ৬ষ্ঠ অধিবেশন ছিল চলতি সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। বাজেটের ওপর মোট ৫৮ ঘণ্টা আলোচনা হয়। ২০৬ জন সংসদ সদস্য এতে অংশ নেন।
সংবিধান অনুযায়ী, সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
সংবিধানের বাধ্যবাধকতা মানতেই এই অধিবেশন। অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে বলে জানিয়েছেন, সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা।