‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ন্ত্রণে বিটিআরসি আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না’

‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ন্ত্রণে বিটিআরসি আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ঘেটে অপরাধী শনাক্তের ব্যপারে বিটিআরসি থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।asddasdas

শহীদুল হক বলেন, ফেসবুক, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হলে বিটিআরসির সহাযোগিতা নিতে হয় পুলিশকে। কিন্তু বিটিআরসি পুলিশের চাহিদা অনুযায়ী সহযোগিতা করতে পারে না। এজন্য অনেক ক্ষেত্রে অপরাধীর পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

রোববার দুপুরে আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশের বাদক দলের এক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান ।

দলীয় কোন্দল দেখা দিলে তা দলীয়ভাবেই মীমাংসা করার জন্য সব রাজনৈতিক পক্ষকে আহবান জানান পুলিশ মহাপরিদর্শক। এসময় শিল্পাঞ্চলে মালিক-শ্রমিক উভয়ের স্বার্থ সংরক্ষণের জন্য শিল্প পুলিশের সকল সদস্যকে সজাগ থাকার নিদের্শ দেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প পুলিশের ডিআইজি আব্দুস সালাম, ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, শিল্পাঞ্চল পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ