যুক্তরাষ্ট্রে কম্পিউটার বিভ্রাটে শ’ শ’ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে কম্পিউটার বিভ্রাটে শ’ শ’ ফ্লাইট বাতিল

কম্পিউটার বিভ্রাটের কারণে আমেরিকার বেশ কয়েকটি ব্যস্ত বিমানবন্দরের শত শত বিমান চলাচল স্থগিত বা বাতিল হয়ে গেছে। ৭ ঘণ্টার বেশি সময় ধরে নিউইয়র্ক, ওয়াশিংটন ও বাল্টিমোরের বিমান চলাচল বন্ধ রয়েছে। এ পরিস্থিতি আরও কয়েক ঘণ্টা চলতে পারে বলে fhyfdgসতর্ক করে দেয়া হয়েছে।
কেন্দ্রীয় বেসামরিক বিমান প্রশাসনের একজন মুখপাত্র পরে জানিয়েছেন, তারা এই বিভ্রাটের অবসান ঘটিয়েছেন। স্থানীয় সময় বেলা ৪টা থেকে (২০ জিএমটি) ব্যস্ত ওই সব বিমানবন্দরে বিমান চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিস্মের ছুটি চলছে। তাই বিমানবন্দরে যাত্রীদের ভিড় বেশি।
খবরে বলা হয়েছে, কম্পিউটারের ইআরএএম সিস্টেমে ত্রুটি দেখা দেয়ায় বিভ্রাট ঘটে। তবে এর সঙ্গে কোনো সাইবার আক্রমণের যোগসাজশের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের ২০টির বেশি বিমানবন্দর বিমান চলাচল ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সিস্টেম ব্যবহার করে থাকে।
ফ্লাইট আওয়ার জানিয়েছে, এই বিভ্রাটের কারণে অন্তত ৪০০ ফ্লাইট বিলম্বিত অথবা বাতিল করতে হয়েছে। সূত্র : বিবিসি বাংলা

আন্তর্জাতিক