বিশ্বকাপ খেলতে গিয়ে কোন ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হয়েছিল টাইগার আল আমিনকে। এরপর ঘরের মাঠে একের পর এক সিরিজ অনুষ্ঠিত হলেও কোন ম্যাচেই দলে সুযোগ হয়নি তার। বিশ্বকাপ থেকে রহস্যজনক কারণে বিদায়ের পর কেন তাকে দলে নেয়া হচ্ছে না এটা আল আমিন নিজেও জানেন না।
তবে দলে কেন ডাক পাচ্ছেন না সেটা না জানলেও আবারো ফিরে আসবেন বলে দৃঢ় বিশ্বাস রয়েছে আল আমিনের। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কি জন্য দলের বাইরে এটা আসলেই আমি জানি না। আমার কাজ হচ্ছে পারফর্ম করা। তবে হতাশ নই আমি। সব সময় দলে ঢোকা সম্ভব। বিশেষ কিছু করলে সব সময়ই দলে ঢোকা সম্ভব বলে আমি ব্যাক্তিগতভাবে মনে করি।’
এছাড়া দলে ফেরার রাস্তা কি বা কীভাবে দলে ঢোকার ব্যাপার চিন্তা করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সামনে প্রচুর খেলা আছে। বিপিএল, বিসিএল, জাতীয় লীগ, ঢাকা প্রিমিয়ার লীগ আছে। তো আমার মনে হয় এই খেলাগুলোতে যদি ভালো মানের পারফর্ম করা যায় তাহলে অবশ্যই জাতীয় দলে সুযোগ পাওয়া সহজ হবে।’
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিয় বিশ্বকাপ থেকে কোন ম্যাচ না খেলে রহস্যজনক কারণে তাকে দেশে ফিরে আসতে হয়। তবে পরে জানা যায় তাকে নিয়মভঙ্গের কারণেই মূলত বিশ্বকাপ থেকে দেশে ফেরত পাঠানো হয।