নিজস্ব টুইটার অ্যাকাউন্ট, এবার কথা বলবে তাজমহল

নিজস্ব টুইটার অ্যাকাউন্ট, এবার কথা বলবে তাজমহল

এবার তাজমহলও কথা বলবে! সামাজিক হোক বা রাজনৈতিক- বিভিন্ন বিষয়ে নিজের মতামতও দেবে এই স্থাপত্যটি! কিন্তু কীভাবে? শনিবার সকালে পৃথিবীর সপ্ত-আশ্চর্যের image_135510_0অন্যতম তাজমহলের একটি টুইটার অ্যাকাউন্ট হলো। আসলে খোলা হল। খুলল উত্তরপ্রদেশ সরকার। এদিন সকালে লৌখনোতে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ওই টুইটার অ্যাকাউন্টটি উত্তরপ্রদেশ টুরিজিম ডিপার্টমেন্ট দেখভাল করবে বলে জানা গিয়েছে।

টুইটারে লেখা হয়েছে, ‘পৃথিবীতে দু’ধরনের মানুষ আছেন। একদল যারা আমাকে দেখেছেন এবং এখানে আমাকে ফলো করবেন। আর একদল যাঁরা আমাকে সামনে থেকে দেখেননি কিন্তু টুইটারে আমাকে ফলো করবেন।’এমনকি ‘মাই তাজ মেমরি’ শীর্ষক নামে তাজমহলের সামনে নিজের তোলা কোনো ছবি থাকলে তাও শেয়ার করতে বলা হয়েছে। ‘মাই তাজ মেমরি’তে প্রথম ছবিটি শেয়ার করেছেন অখিলেশ যাদব। যেখানে দেখা যাচ্ছে স্ত্রী ডিম্পল এবং আট বছরের ছেলে অর্জুনকে নিয়ে তাজের সামনে বসে আছেন অখিলেশ। টুইটার অ্যাকাউন্টটি খোলার কিছুক্ষণের মধ্যেই প্রায় ২০০০ ফলোয়ার তৈরি হয়ে যায়। এই সোশ্যাল প্রচারের ফলে তাজমহলে বার্ষিক ভ্রমণার্থীর সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Featured আন্তর্জাতিক