শোক দিবস পালন করল ইউল্যাব

শোক দিবস পালন করল ইউল্যাব

থাযথ শোক প্রকাশ ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।image_135445_0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার ধানমন্ডিতে বেলা ১১টায় ইউল্যাবের নিজস্ব ভবনে শোক সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন করেন ইউল্যাবের ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম

ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হকের স্বাগত বক্তব্য এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভা শুরু হয়।

শোক দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় বক্তব্য দেন সংসদ সদস্য ও ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টির সদস্য কাজী নাবিল আহমেদ।

অনুষ্ঠানে ইউল্যাবের অনুষদ সদস্যের মধ্যে ড. তপতী রাণি সরকার, অধ্যাপক কাজি মদিনা, প্রভাষক আরজু ইসলাম এবং  ইউল্যাবের প্রশাসনিক সদস্যদের মধ্যে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া কবিতা আবৃত্তি করেন। সংস্কৃতি সংসদের ‘এই পদ্মা, এই মেঘনা’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে শোকসভাটির সমাপ্তি ঘোষণা করা হয়।

শোকসভায় আরো উপস্থিত ছিলেন ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের সদস্যরা, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে ইউল্যাবের প্রশাসনিক সদস্য ও বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Featured অন্যান্য