লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস পালিত

লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।image_135444_0

এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র্যা লি বের হয়। জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধুরীর নেতৃত্বে র্যা লিটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নছির আহাম্মদ ভূঁইয়া মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়

এছাড়া জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে রক্তদান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদশর্নী, মিলাদ মাহফিল, কাঙ্গালীভোজসহ বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে জাতীয় শোক দিবস।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান, জেলা আওয়ামীলী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু প্রমুখ।

Featured জেলা সংবাদ